• image

কিছুদিন লেটুস খাবার তালিকা থেকে বাদ রাখুন

Image result for picture of lettuce
Specialty

 

লেটুস খান ভেবেচিন্তে

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা লেটুস খেতে ভালোবাসেন। স্যালাড অথবা বিভিন্ন খাবারে স্বাদ বাড়াতে আপনি হয়তো নিত্যদিন সঙ্গী করছেন লেটুস। কিন্তু সাবধান। সম্প্রতি দেখা গিয়েছে প্রায় লেটুসের একটি বিশেষ প্রজাতি রোম্যানি লেটুস খেয়ে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তারা। দেখা গিয়েছে তারা যে লেটুস খেয়েছেন তা আলাস্কার ইউমা, অ্যারিজোনা অঞ্চলের। মূলত ই কোলি ফুড পয়জনে আক্রান্ত হয়েছেন তারা। যদিও আলাক্সায় কতজন মানুষ এতে আক্রান্ত হয়েছেন তার সঠিক হিসাব না পাওয়া গেলেও বহু মানুষের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যেহুতু আপনি বাজার থেকে কিংবা রেস্টুরেন্টে যে লেটুস কিনছেন বা খাচ্ছেন তা আলাস্কার কিনা তা জানা খানিকটা হলেও দুষ্কর তাই লেটুস এখন কিছুদিনের জন্য দূরে সরিয়ে রাখুন বলছেন বিশেষজ্ঞরা।

One Comment